ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাজী জাফরের কুলখানি বুধবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
কাজী জাফরের কুলখানি বুধবার কাজী জাফর আহমেদ

ঢাকা: বরেণ্য রাজনীতিক কাজী জাফর আহমেদ এর কুলখানি উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় এই কর্মসূচির কথা জানান।



সাবেক প্রধানমন্ত্রী ও শ্রমিক নেতা কাজী জাফর আহমেদ গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাকে তাদের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

কাজী জাফর আহমদ ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯-’৯০ সালে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কুমিল্লার চৌদ্দগ্রাম আসন থেকে পরপর তিন বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।