ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনাসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনাসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা করেছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীতে আলাদা সভা করে তারা।



নগরীর একটি কমিউনিটি সেন্টোরে আয়োজিত মহানগর বিএনপির আলোচনা সভায় সভাপতিত্ব করেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, দেশে মানুষের জীবনের কোনো মূল্য বর্তমান অবৈধ সরকারের কাছে নেই, তার একমাত্র কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হননি। সে জন্য তারা জনগণের কথা চিন্তা করেন না, জোরপূর্বক আইন-শৃঙ্খলাবাহিনী ব্যবহার করে ক্ষমতায় বসে দলের নেতা-কর্মীরা যা ইচ্ছা তা করছেন।

মহানগর বিএনপির সদস্য মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, হুমায়ুন কবির শাহীন, আজমল বক্ত সাদেক, এমাদদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, রেজাউল করিম আলো, মুফতি বদরুনুর সায়েক, আব্দুস সত্তার, মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সাধারণ সম্পাদিকা প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, কৃষক দল সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, মহানগর শ্রমিকদলের সভাপতি আলকাছ মিয়া প্রমুখ।

এদিকে জেলা বিএনপির আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলার আহ্বায়ক অ্যাডভোকেট এম নুরুল হক। সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, অ্যাডভোকেট আব্দুল গফফার, আবুল খায়ের শামীম, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম ময়ুর, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মামুনুর রশীদ মামুন, কামরুল হাসান শাহীন, আব্দুল আহাদ খান জামাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সালেহা কবির শেপী, শামীম আহমদ, আবুল কাশেম, আব্দুল হান্নান ও অ্যাডভোকেট ফখরুল হক।

সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে অবিলম্বে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
এএএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।