ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
ফরিদপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।


  
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি জহিরুল হকের বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটির ডায়াবেটিক হাসপাতালের সামনে দিয়ে রাজেন্দ্র মেডিকেল হল হয়ে ফরিদপুর প্রেসক্লাবে যাওয়ার কথা ছিল। কিন্তু সভাপতির বাসা থেকে মাত্র ৫০ গজ এগোলেই ডায়াবেটিক হাসপাতালের সামনে মিছিলটিকে বাধা দেয় পুলিশ। এ সময় নেতাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়।

পরে সেখানে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।    
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, আমরা কোনো গোলযোগ করিনি। শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে।

ঘটনার সত্যতা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বাংলাদেশ  সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।