ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতের খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মিল্লাতকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে হাইকোর্টে মিল্লাতের আপিল পুনঃশুনানিরও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে মিল্লাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৩ জুন বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করে দুদক।
২০০৮ সালের ২৯ জানুয়ারি বিচারিক আদালত মিল্লাতকে মোট আট বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে মিল্লাত হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৭ আগস্ট তাকে খালাস দেন হাইকোর্ট।
এরপর দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করলে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বাতিল করে পুন:শুনানির আদেশ দেন সর্বোচ্চ আদালত।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ইএস/এএসআর