ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেলে গোপন বৈঠক করার সময় ৪১ শিবির কর্মীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোটেল গিভেন্সির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ফার্মগেটের হোটেল গিভেন্সিতে অভিযান চালানো হয়। এ সময় ওই হোটেলের দ্বিতীয় তলা থেকে ৪১ শিবির কর্মীকে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার পরিকল্পনা করার জন্য তারা সেখানে জড়ো হচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ওই পুলশ কর্মকর্তা।
তিনি আরো জানান, সামনে ঈদ আসছে, আবার এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তারা শিক্ষার্থীদের মধ্যে মিশে গিয়ে কোনো উস্কানির পরিকল্পনা অথবা বড় কোনো নাশকতার পরিকল্পনা করছিলো কিনা তা জানতেই চেষ্টা চলছে।
তাদের কাছে ৬ থেকে ৭টি ল্যাপটপ ও অনেক গুলো পেন ড্রাইভ পাওয়া গেছে। সেগুলো এক এক করে পরীক্ষা করা হচ্ছে।
এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, আটক ৪১ জনের মধ্যে দুইজন শিবিরের কর্মী রয়েছে। তারা দু’জন সরকারি বিজ্ঞান কলেজ শাখার ছাত্র-শিবিরের সভাপতি ও সেক্রেটারি পদে রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫/আপডেট: ০৫০৩ ঘণ্টা
এসএইচএফ/এসজেএ/এসএইচ/আরএ