ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সবাই জাপার পেছনে ঘুরবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
সবাই জাপার পেছনে ঘুরবে ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্ষমতাসীন দলকে এখন মানুষ চায় না। এটা বড় সুযোগ।

এ সুযোগ কাজে লাগাতে পারলে সবাই জাতীয় পার্টির পেছনে ঘুরবে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শুন্যের কোঠায়, মানুষ তাদের চায় না। সবাই অপেক্ষা করছে আওয়ামী লীগকে বিদায় দেওয়ার জন্য। আমাদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে। না হয় আমরাও অস্তিত্ব সংকটে পড়বো।

রোববার (১১ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাপার রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, আমাদের বন্ধু কেউ না। দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। আমাদের বন্ধু আমরাই। তোমরা শক্তি সঞ্চয় করো, সংগঠনকে শক্তিশালী করো। সবাই আমাদের পেছনে ঘুরবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসজে/জেডএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।