ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছে দলটি।

বৈঠক শেষে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেটি প্রধান উপদেষ্টাকে জানাতে এসেছি। আমরা আশা করি প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। দেশে যেন এমন কোনোরকমের বিভাজন সৃষ্টি না হয়।  

তিনি বলেন, এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলিটি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলেতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি।

ফখরুল বলেন, জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি হয়েছে- বিষয়টি তাদের সামনে তুলে ধরেছি। টিসিবির ট্রাকগুলো বাড়ানোর কথা বলেছি। এলাকাভিত্তিক বাড়ানোর কথা বলেছি।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যানবাহন চলাচল যাতে নির্বিঘ্নে চলাচল করে; কৃষিতে, বিশেষ করে সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো এখনো ফ্যাসিস্টদের দোসররা নিয়ন্ত্রণ করছে। আমরা এক্ষেত্রে যারা জনগণের পক্ষে আছে তাদের এখানে নিয়ে আসার কথা বলেছি।

তিনি আরও বলেন, শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি নরমাল অ্যাক্টিভিটিস যা আছে সেটা চালু থাকে। বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে বাধা সৃষ্টি যেন না হয়। তারা যেন নিয়মিত বেতন পান, সেজন্য সরকার যাতে ঋণ দেওয়া ব্যবস্থা করে। আমরা আরেকটা বিষয় গুরুত্ব দিয়ে বলেছি, ইউনিয়ন পরিষদ যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ফ্যাসিস্ট সরকারের জোর জবরদস্তি নির্বাচনে তাদের মতো নিয়ে এসেছিল। যেহেতু সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, এখন ইউপি পরিষদ ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচন দিতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ট্রেডবডিগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন ট্রেডবডি করতে হবে। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠন করার আহবান জানিয়েছি। সব চেয়ে বেশি প্রয়োজন নির্বাচন সংস্কার। এগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি। আমরা সেটাও প্রধান উপদেষ্টাকে বলে এসেছি।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ড. খন্দকার মোশাররফ।

তার আগে বৈঠকের বিষয়ে বিএনপির একটি সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে প্রতিনিধিদল।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।