ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনা কতোদিন ক্ষমতায় আছেন নিজেই জানেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
‘শেখ হাসিনা কতোদিন ক্ষমতায় আছেন নিজেই জানেন না’ ছবি: কাশেম হারুণ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেখ হাসিনা কতোদিন ক্ষমতায় আছেন তা তিনি নিজেই জানেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (১১ অক্টোবর) বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমবায় দলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার ২০১৯ সালে নির্বাচনের কথা বলে। তার আগে নাকি নির্বাচন হবে না। তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতোদিন ক্ষমতায় আছেন তাতো তিনি নিজেই জানেন না। ওবায়দুল কাদের বলেন, রাস্তাঘাটের যেমন বেহালদশা বিএনপিরও নাকি তেমনই বেহালদশা। যাক, সড়কমন্ত্রী স্বীকার করেছেন যে, রাস্তাঘাটের বেহালদশা। তিনি ব্যর্থ।

তিনি আরো বলেন, সরকারের মাথাপিছু আয়ের হিসাব সঠিক নয়। কিছু মানুষের আয় দিয়ে পুরো দেশের হিসাব করলে চলবে না। এখনো অনেক মানুষের আয় ৫ হাজার টাকাও না। সমবায় মুখে আছে, বাস্তবে নেই। সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে সমবায় বিলুপ্ত হওয়ার পথে দাঁড়িয়েছে। সমবায়ের লক্ষ্য বাস্তবায়িত হলে এ দেশে দারিদ্র্য আর থাকবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।