ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয় মামলায় আমানের জামিন বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
নয় মামলায় আমানের জামিন বহাল মান উল্লাহ আমান

ঢাকা: নাশকতার ৯ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন  ‘নো অর্ডার’ আদেশ দেন।


 
ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এদিকে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে চার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন একই আদালত।

সম্প্রতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ থেকে মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা ৯ মামলায় জামিন পান আমান।  

গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পুলিশ মামলাগুলো দায়ের করে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।