ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তথ্য সন্ত্রাস থেকে গণতন্ত্র ও গণমাধ্যমকে রক্ষা করতে হবে

স্টাফ ও রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
তথ্য সন্ত্রাস থেকে গণতন্ত্র ও গণমাধ্যমকে রক্ষা করতে হবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

রাজশাহী: তথ্য সন্ত্রাস থেকে গণতন্ত্র ও গণমাধ্যমকে রক্ষা করতে সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।



সংবাদকর্মীদের উদ্দেশ্যে ইনু বলেন, আপনাদের নিরপেক্ষতার ভান করে মাঝখান দিয়ে হাঁটার কোনো প্রয়োজন নেই। আপনারা সংবিধানের পক্ষে থেকে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।

হলুদ সাংবাদিকতার মাধ্যমে দেশ, রাষ্ট্র ও মানুষের ক্ষতি হয় এমন কোনো তথ্য পরিবেশন না করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র কখনোই খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়নি। আপনারা সরকারের কঠোর সমালোচনা করুন এবং মাতৃস্নেহে আদরও করুন। কারণ গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান।

মূলপ্রবন্ধ পাঠ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।