টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার ডাকা হরতাল প্রত্যাহার নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হরতাল প্রত্যাহার সম্পর্কে দুই ধরনের বক্তব্য দেওয়ায় এ ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড পয়েন্টে অবস্থান নেন কাদের সিদ্দিকী। পরে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেন তিনি।
এ সময় সড়ক থেকে সরে গিয়ে পাশের বল্লা রোডে সমাবেশে তিনি হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আমি হরতাল তুলে নিলাম।
এ বিষয়ে জিজ্ঞেস করলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতাল জেলা কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছে। তাই হরতাল পালিত হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড
** কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে হরতাল