টাঙ্গাইল: অবশেষে টাঙ্গাইলে ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দলের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হরতাল প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এজন্য জেলা কমিটির পক্ষ থেকে হরতাল প্রত্যাহার করা হয়েছে।
এর আগে, দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে হরতাল প্রত্যাহারের কথা বলেন কাদের সিদ্দিকী। পরে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শহরের শহীদ মিনারে আয়োজিত সমাবেশে আবারো হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে জেলা শাখার সাধারণ সম্পাদক বলেন, টাঙ্গাইল জেলাবাসীর কথা চিন্তা করে দলের কেন্দ্রীয় নেতা হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। জেলা কমিটির বৈঠকে তাই হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, হরতাল প্রত্যাহার নিয়ে কাদের সিদ্দিকী ও জেলা কমিটির সাধারণ সম্পাদকের দুই ধরনের বক্তেব্যে হরতাল নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমজেড
** টাঙ্গাইলে হরতাল নিয়ে ধূম্রজাল!
** কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল, প্রতিবাদে হরতাল