মেহেরপুর: রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি বিরাজ করলেও মেহেরপুরের গাংনী উপজেলায় দেখা গেলো ভিন্ন চিত্র।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার চিৎলা ভিত্তি পাট বীজ খামারে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের মধ্যে হয়ে গেলো দিনব্যাপী মিলন মেলা।
শুধু রাজনীতিবিদরাই নন, এ মিলন মেলায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দও।
এসময় সংঘাত নয়, ভালোবাসার বন্ধন দিয়ে আগামীতে একটা সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহযোগিতায় পিপলস এগেইনেস্ট ভায়োলেন্স ইন ইলেকশন (পেভ) নির্বাচনী সহিংসতা দূরিকরণে জনগণ দিনব্যাপী এ মিলন মেলার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম স্যার।
মিলন মেলায় অংশ নেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি আমজাদ হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, চিৎলা ভিত্তি পাট বীজ খামারের যুগ্ম পরিচালক আবির হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুর রউফ মাস্টার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. আব্দুল্লাহ, জাতীয় পার্টির (এরশাদ গ্রুপের) প্রবীণ নেতা ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, জাতীয় পার্টি (মঞ্জু গ্রুপের) কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা ও গাংনী ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, সুজন গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাবেক ব্যাংকার আক্তারুজ্জামান অল্ডাম, জেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, মুক্তিযোদ্ধা কামাল হোসেন, বাংলাদেশ মহিলা লীগের গাংনী উপজেলা শাখার আহ্বায়ক লাইলা আরজুমান শিলা, যুগ্ম আহ্বায়ক শাহিনা পারভীন পাপিয়া, গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনা, পৌর মহিলা যুবলীগের সভাপতি লাভলী খাতুন প্রমুখ।
এসময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের সমন্বয়কারী খোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার আসলাম খাঁন, গাংনী অঞ্চলের সমন্বয়কারী হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।
আবু সায়েম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবেক এমপি আমজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বিএনপি নেতা আব্দুর রউফ মাস্টার, সিরাজুল ইসলাম স্যার, বেতার শিল্পী গোলাম আম্বিয়া, গাংনী ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কাশেম, শিশু শিল্পী কানিজ ফারহানা তথাপি, সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এসআই