ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে অস্ত্র ও যুবলীগ কর্মীসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ফেনীতে অস্ত্র ও যুবলীগ কর্মীসহ গ্রেফতার ২ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে বিদেশি পিস্তল ও রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী ও যুবলীগ কর্মী শহীদ হোসাইন মামুন প্রকাশ ওরফে গনেশ মামুন (৩২) এবং মিজানুর রহমান (৩২) নামে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে ফেনী শহরের পূর্ব উকিল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



মামুন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১০টি মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, ফেনী শহরের পূর্ব উকিল পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগজিন, তিনটি কার্তুজ, ২শ’ পিস ইয়াবা, চারটি মোবাইল উদ্ধার করা হয়।
 
ফেনী ৠাব ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হোসেন বাংলানিউজকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন৷

তিনি জানান, মামুন জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।