ঢাকা: টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সভাপতি, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও কালিহাতী উপজেলা সাবেক চেয়ারম্যান সোহেল হাজারীকে টাঙ্গাইল ৪ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।
টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে সোহেল হাজারীই একমাত্র যোগ্য প্রাথী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
১০ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন আবদুল লতিফ সিদ্দিকী। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসই/বিএস