ঢাকা: শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপিসহ শরিক দল ও বর্তমান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তা স্বীকার করেন না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধুর আদর্শের আলোকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ একথা বলেন। সভার আয়োজক আমরা নগরবাসী নামের একটি সংগঠন।
তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। সাদেক হোসেন খোকার কারাদণ্ড নাকি বিএনপিকে দমিয়ে রাখার অংশ। আওয়ামী লীগ সবসময় আদালতের প্রতি শ্রদ্ধা রাখে। লতিফ সিদ্দিকীর বিষয়েও আমরা আদালতের নির্দেশে হস্তক্ষেপ করিনি।
এসব বিষয়ে বিএনপির সংবাদ সম্মেলন করা আদালতের রায় অবমাননার শামিল দাবি করে তিনি বলেন, খবর পেলাম খালেদা জিয়া নাকি দেশে আসবেন-যাবেন আর লন্ডন থেকে রাজনীতি করবেন। সেখানে থাকলে আইন প্রয়োগকারী সংস্থার গ্রেফতার-মামলার ভয় নেই।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মিশন এখন ভারতের মন জয় করা। যে দলের রাজনীতি ভারতবিরোধী, তারা কীভাবে মন জয় করবে। কিছুদনি আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা না বলে মিথ্যা প্রচার করেছে। সেই দলের ভারতপ্রীতি করে কোনো লাভ নেই। ভারতের দুয়ারে না ঘুরে বরং দেশের জনগণের দুয়ারে ঘুরলে ক্ষমা পেতে পারেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসই/এএ