ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া হবে আ ক ম মোজাম্মেল হক / ফাইল ফটো

ধামরাই (ঢাকা): বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া হবে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধাদের বাসভবন নির্মাণ করা হবে, বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

আগামী ঈদ উৎসবে প্রতি মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে উৎসব ভাতাও দেওয়া হবে বলেও জানান তিনি।

সম্প্রতি, দুই বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অচিরেই হত্যাকারীদের শনাক্ত করে জনসম্মুখে হাজির করা হবে।

ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সাবেক সংসদ সদস্য ইসমত কাদের গামা, রাজনীতিক জামাল উদ্দিন, আশরাফ উদ্দিন ইমু, মোজাম্মেল হক, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আল জামান প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।