ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াই পলাশী যুদ্ধের ঘসেটি বেগম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
খালেদা জিয়াই পলাশী যুদ্ধের ঘসেটি বেগম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পলাশী যুদ্ধের প্রধান ষড়যন্ত্রকারী ঘসেটি বেগম বলে আখ্যায়িত করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর হলরুমে বন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্টা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



নৌমন্ত্রী বলেন, ঘসেটি বেগম যেমন কাসেম বাজারে ষড়যন্ত্র করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ দৌলাকে পরাজিত করে বাংলার সূর্য অস্তমিত করেছিল। ঠিক তেমনি ভাবে খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে। এই ঘসেটি বেগমই খালেদা জিয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশে রফতানি আয় ছিল মাত্র ৩ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশে রফতানি আয় বেড়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নতি হয়েছে। দেশের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে খালেদা জিয়া হরতাল আর অবরোধের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, ১০ হাজার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫ হাজার যানবাহনসহ জাতীয় পতাকাও তারা আগুনে পুড়িয়েছে।

শাহাজান খান বলেন, এতো কিছুর পরও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পেরে বিএনপি বিদেশীদের হত্যা করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়।

বিদেশী নাগরিক হত্যার ঘটনায় দেশের বাণিজ্যের কোনো ক্ষতি হয়নি বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশী নাগরিক হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে দেশের গোয়েন্দা বিভাগ কাজ করছেন। খুব দ্রুত বিদেশী হত্যার মোটিভ উম্মোচিত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি আবুল মতলুব, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়াররুল ইসলাম নাজুসহ বন্দরের বিভিন্ন স্থরের কর্মকর্তারা।
 
এর আগে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান হেলিকাপ্টারে করে সকাল সাড়ে ১১টার দিকে পাটগ্রাম হেলিপ্যাডে অবতরণ করেন। বুড়িমারী বন্দরে এলে বন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অব অনার দেন।
 
বৈঠক শেষে বিকেল ৩টায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বুড়িমারীতে এক মতবিনিময় সভায় যোগ দিবেন নৌমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।