ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা পাননি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মো. ফরিদ আহমেদ।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল এবং ইসিতে আপিল করেও প্রার্থিতা না পাওয়ার বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে (৮০ মতিঝিল) বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবেন বঙ্গবীর।
টাঙ্গাইল-৪ আসন থেকে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূণ্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
উপ-নির্বাচনে অন্য দলের পাশাপাশি কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত শুক্রবার এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন। যার শুনানি হয় রোববার বেলা ১১টার দিকে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বধীন ইসি তাদের আপিল আবেদন খারিজ করে দেন। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রাখা হয়।
১৩ অক্টোবর বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী, বিএনএফের আতাউর রহমান খান এবং এনপিপির ইমরুল কায়েসের মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন।
শুনানির পর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ইসির প্রতি আমাদের আস্থা রয়েছে। আশাকরি, সুবিচার পাবো। তাই আপাতত উচ্চ আদালতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী ১০ নভেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে বঙ্গবীরের মোবাইল ফোনে কয়েকবার কল করেও তা খোলা পাওয়া যায়নি।
তার সহকারী ফরিদ আহমেদ বলেন, স্যার আজ আর কোনো কথা বলবেন না। সংবাদ সম্মেলনেই জানানো হবে, উচ্চ আদালতে যাবেন কি, যাবেন না।
২০১৪ সালে টাঙ্গাইল-৮ (সখিপুর) আসনের উপনির্বাচনেও প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাদের সিদ্দিকী। সে সময়ও ঋণখেলাপীর অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলো।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ইইউডি/বিএস
** কাদের সিদ্দিকীর আবেদন খারিজ
** ইসির কাছে সুবিচার প্রত্যাশা কাদের সিদ্দিকীর