ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আইএসের বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
‘আইএসের বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে’ আব্দুল্লাহ আল নোমান / ফাইল ফটো

ঢাকা: দেশে আইএস আছে কিনা বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (০৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা রয়েছে। তাই দেশে আইএস আছে কিনা বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে। আর সেটি স্পষ্ট করার দায়িত্বও সরকারের।

দেশে আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে নোমান বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ষড়যন্ত্র যদি হয়েই থাকে, তবে বাংলাদেশের মাটিতে সব রাজনৈতিক দল নিয়ে আমরা (বিএনপি) সেই সংকট প্রতিহত করবো।

বিএনপির এই নেতা বলেন, আমরা ব্যক্তি ও দলের চেয়ে জনগণ বড় মনে করি। কাজেই দেশের জনগণের স্বার্থ যেখানে প্রধান্য পাবে, আমরা সে বিষয় নিয়ে কাজ করতে চাই। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য নয়, আমরা চাই জাতীয় ঐক্য ও জাতীয় সংলাপ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ‍ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫ (আপডেট: ১৪৫৩ ঘণ্টা)
এমআইকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।