ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সংলাপের প্রস্তাব প্রধানমন্ত্রী নোংরাভাবে প্রত্যাখ্যান করেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
‘সংলাপের প্রস্তাব প্রধানমন্ত্রী নোংরাভাবে প্রত্যাখ্যান করেছেন’ নজরুল ইসলাম খান

ঢাকা: বিএনপি’র সংলাপে বসার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোংরাভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলছে।

অথচ বিএনপি’র সংলাপে বসার প্রস্তাব প্রধানমন্ত্রী নোংরাভাবে প্রত্যাখ্যান করলেন। বিডিআর বিদ্রোহের সময়ও একইভাবে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর উপলক্ষে শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, জনগণ স্বৈরাচার সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে। এবারও আন্দোলনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।