লালমনিরহাট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত ৫ জানুয়ারি নির্বাচন না করায় বিএনপি ছিন্ন-ভিন্ন হয়েছে। আর এ জন্য খালেদা জিয়াই দায়ী।
রোববার(১৫ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
সদ্য বিলুপ্ত ছিটমহল প্রসঙ্গে মন্ত্রী নাসিম বলেন, শেখ হাসিনা ছিটমহলের মানুষের ৬৮ বছরের বন্দি জীবনের মুক্তি দিয়েছে। একইভাবে ভারতের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী তিস্তার পানির অধিকার আদায় করবেন।
বিএনপি’র কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০১৯ সালের নির্বাচনের মাঠে খেলা হবে। আমরা খেলতে পছন্দ করি। মাঠে আসুন। পালিয়ে যাবেন না। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করেছে। সেই কাজ দেখিয়ে জনগণের কাছে ভোট চাইবে। আপনারা(বিএনপি) দেশের মানুষকে পুড়িয়ে মেরেছেন, ভোট চাইবেন কি ভাবে?
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রথমার্ধের আলোচনা সভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।
এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।
জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহার উদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদ দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রী কমিটির সহ সভাপতি মিজানুর রহমান মিজান।
সম্মেলনের দ্বিতীয়ার্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদক সাইফুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হলেও সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/