বগুড়া: গোপন বৈঠককালে বগুড়া জেলার শাজাহানপুর থেকে উপজেলা জামায়াতের সাবেক আমির ও ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমানসহ জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০নভেম্বর) দুপুরে ডোমনপুকুর মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের সাবেক আমির আনিছুর রহমান (৫৫), শিবিরকর্মী আবু সায়েম (২০), সোহাগ (২১) ও আব্দুল বাকী ওরফে লাল মিয়া (৩২)।
এসময় ককটেল বিস্ফোরণে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম আহত হয়েছেন। পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বিকেলে পুলিশ বাদি হয়ে ২২জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে।
এর আগে দুপুরে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক চলছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটালে উপ-পরিদর্শক (এসআই) আমিরুল আহত হন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/এটি