ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরায় মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, ‘পত্রিকায় দেখলাম বিএনপি বিবৃতি দিয়েছে তারা নাকি দেশে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রকৃতপক্ষে খালেদা ফিরে আসাতে দেশের মানুষই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ’
‘শুনেছি তিনি (খালেদা জিয়া) নাকি লন্ডনে অনেক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দেশ নিয়ে আবার কোন ষড়যন্ত্র করেছেনতিনি?,’ বিএনপির প্রতি প্রশ্ন করেন তিনি।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান বলেন, ‘খালেদা জিয়া দেশে আবারও আন্দোলনের নামে পেট্রোল বোমার রাজনীতি শুরু করবেন কি-না এসব নিয়ে জনগণ শঙ্কায় আছে। ’
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ ও অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা করে তিনি বলেন, ‘দেশের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করছে; তখনই হিউম্যান রাইট ওয়াচ ও অ্যামেনেস্টি’র মতো কিছু সংগঠন এ বিচার নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিচ্ছে। ’
‘অথচ যখন সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তারা মুখে কুলুপ এঁটে ছিল। বোস্টন বা অন্য কোথাও সন্ত্রাসীদের হত্যা করা হলে এসব সংগঠন কোনো বিবৃতি দেয় না। ’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনি এতোদিন যে জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে রাজনীতি করেছেন, দয়া করে তা পরিহার করুন। জনগণের কাছে ক্ষমা চান।
‘আবার যদি পেট্রোল বোমার রাজনীতি শুরু করেন তাহলে ভবিষ্যতে জনগণ আপনাকে স্থায়ীভাবে বিদেশে পাঠিয়ে দেবে। ’
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআইএস/এমএ