ঢাকা: দেশের শীর্ষ যুদ্ধাপরাধী জামায়তের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়।
ওই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের আগেই রোববার (২২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতালের ডাক দেওয়া হয়।
এদিকে, জামায়াতের হরতালে নাশকতা মোকাবেলায় রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই দিন দেশের সর্বোচ্চ আদালত সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখলে হরতালের ডাক দিয়েছিলো জামায়াত। সেদিন সকাল-সন্ধ্যা হরতালে সারাদেশে কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এইচআর/টিআই