ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার(২২ নভেম্বর) রাত থেকে সোমবার(২৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদের মধ্যে ঝিনাইদহের সদরে জামায়াত-শিবিরের ১১ জন, কালীগঞ্জে ২ জন, শৈলকুপায় ৩ জন, হরিণাকুণ্ডুতে ৫ জন, মহেশপুরে ২ জন ও কোটচাঁদপুরে ১ জন বিএনপির কর্মী রয়েছেন।
আটকরা হলেন- ঝিনাইদহ সদরের ধনঞ্চয়পুর গ্রামের রফ কাজীর ছেলে চেতা সোহেল (৩০), ফুরসন্দি গ্রামের মৃধা মণ্ডলের ছেলে সিদ্দিক মণ্ডল (৩২), একই গ্রামের আলী আকবরের ছেলে মনিরুল ইসলাম (৩৯), আদিল বিশ্বাসের ছেলে নায়েব আলী (৪০), আয়ূব আলীর ছেলে জাহাঙ্গীর মল্লিক (৪২), দীঘিরপাড় গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে সাইদুল ইসলাম (৩৭), টিকারী গ্রামের মাস্টার হোসেনের ছেলে মিলন আহম্মেদ (৩০), বড় কামার কুণ্ডু গ্রামের আজাহার আলীর ছেলে আজিবার রহমান (৪০), পানামী গ্রামের আতর আলীর ছেলে স্বপন হোসেন (৩৭) ও তার মেয়ে ফাতাসি বেগম (৪২), খেদাপাড়া গ্রামের কুলি মুদ্দিনের ছেলে গোলা রসুল (৩৯), আড়মুখী গ্রামের সলেমান হোসেনের ছেলে হামিদুর রহমান (৪২), শৈলকুপা উপজেলার খণ্ডক বাড়ীয়া গ্রামের কমিরন বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৮), কিত্তিনগর গ্রামের ইমান আলী মণ্ডলের ছেলে সাইফুজ্জামান (৩৫), আওশিয়া গ্রামের ইশারত আলীর ছেলে আব্দুল কাদের(৪২), কালীগঞ্জ উপজেলার বাদে দিঘি গ্রামের বিলায়েত হোসেনের ছেলে আজবার হোসেন (৪০), তেঘরি হুদা গ্রামের জহুরুল আলীর ছেলে আব্দুর খালেক (৩৯), কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিজানুর রহমান মজনু (৩৫), মহেশপুরে যশোর চোগাছার সৈয়দপুর গ্রামের আয়ূব হোসেনের ছেলে ইমরান হোসেন (৩০), চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের খোকাই মণ্ডলের ছেলে আব্দুল্লাহ (৪৫) ও হরিণাকুণ্ডু উপজেলার ভূঁইয়াপাড়া গ্রামের আরাফাত হোসেনের ছেলে নাজির উদ্দীন (৪২) ও একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল করিম (৪২)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বিএনপি-জামায়াত-শিবিরের ২৪ নেতাকর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই/পিসি/