বগুড়া: দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
এদিকে যেকোনো ধরনের নাশকতারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছেন। নিয়মিত টহল পুলিশের পাশাপাশি শহরজুড়ে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা শহরের খান্দার, মাটিডালি, সাবগ্রাম, ওলীর বাজার, নারুলীসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হরতালের কারণে মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়ার কোচ টার্মিনাল থেকে কোনো যান ছেড়ে যায়নি। তবে সীমিত আকারে মালবাহী ট্রাক চলাচল করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে। এছাড়া নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমবিএইচ/জেডএস