ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবি ওয়ার্কার্স পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার দাবি ওয়ার্কার্স পার্টির

ঢাকা: ফেসবুক-হোয়াটস অ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে অবিলম্বে এসব খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক কমিটির সভায় এ দাবি জানানো হয়।


 
সভায় বক্তারা বলেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের এ তৎপরতা, নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। মাথাব্যাথার জন্য আমরা মাথা কেটে ফেলতে পারি না।
 
এদিকে সভায় গৃহীত এক প্রস্তাবে বিদ্যুৎখাতে বিনা টেন্ডারে লক্ষাধিক কোটি টাকার ১৫টি প্রকল্প বাস্তবায়নের তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান ও আবু হাসান টিপু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসইউজে/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।