ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সরকারের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সরকারের এ অগ্রযাত্রাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।



মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

তিনি বলেন, জাতীয় মানের খেলোয়ার তৈরির লক্ষেই এ ক্রীড়া উৎসবের আয়োজন। ক্রীড়া ও সংস্কৃতি একজন মানুষকে প্রতিহিংসা পরিত্যাগ, পরসহিষ্ণুতা, পরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক ব্যাধি থেকে দূরে থাকার একটি সহজ মাধ্যম ক্রীড়া ও সংস্কৃতি।

তিনি আরো বলেন, অতীতে চাঁদপুরের অনেক খেলোয়ার জাতীয় পর্যায়ে কৃতিত্বের মাধ্যমে জেলার মান রেখেছেন। এ ক্রীড়া উৎসবের মাধ্যমে আমরা সেই অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেষ্টা করবো।

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ৪-২ গোলে গুয়াখোলা ক্রীড়া চক্রকে হারায়।

টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হলো, আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, নতুন বাজার ক্রীড়া চক্র, নাজির পাড়া ক্রীড়া চক্র, পশ্চিম শ্রীরামদী ক্রীড়া চক্র, বিষ্ণুদী ক্রীড়া চক্র, গুয়াখোলা ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।