ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাঁচবিবি উপজেলা জামায়াতের আমিরের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পাঁচবিবি উপজেলা জামায়াতের আমিরের পদত্যাগ

জয়পুরহাট: বিএনপি জোটের বিগত হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার ৪টি মামলার আসামি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মো. তসলিম উদ্দীন দল থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাঁচবিবি থানা প্রেসক্লাবে এক  সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।



এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সাবিনা সুলতানা। তসলিম উদ্দীন পাঁচবিবি কোরিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ থেকে দলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সব কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন।

সরকারদলীয় চাপ বা হামলা-মামলার ভয়ে নয়, শারীরিক ও ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।