লক্ষ্মীপুর: উপজেলা প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন।
বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) প্রথম সম্মেলনের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটির অবসান হতে চলেছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপি কার্যালয়ে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহে আলমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।
এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা দৌঁড়-ঝাঁপ করছেন ভোটারদের কাছে।
২০০৬ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে ভাগ করে উত্তর অঞ্চলকে কমলনগর নামে পৃথক উপজেলা গঠন করা হয়। এরপর উপজেলা গঠনের পর ২০০৯ সালে কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআর