ময়মনসিংহ: বিভিন্ন ইস্যুতে ময়মনসিংহ শহরে জামায়াতকর্মীরা ঝটিকা মিছিল করেছেন, সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হলেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের ই-মেইলে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলটি শহরের ব্রিজের মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে র্যালির মোড়ে গিয়ে শেষ হয়।
ই-মেইলে বিজ্ঞপ্তির সঙ্গে ঝটিকা মিছিলের একটি ছবিও সংযুক্ত রয়েছে, যাতে একটি ব্যানারসহ ১২ জন নেতাকর্মীকে দেখা যাচ্ছে।
তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ধরনের মিছিলের খবর গুজব। ‘মিডিয়া কাভারেজ’র জন্য পুরনো ছবি নতুন করে পাঠিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে জামায়াত-শিবির।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এটি/এএসআর