ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ডা. মিলন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন ডা. মিলন ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই ছিল ডা. শামসুল আলম খানের দৃঢ় প্রতিজ্ঞা। তার আত্মত্যাগ এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে প্রশস্ত করে দিয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে, কিন্তু তা আজও অধরাই রয়ে গেছে।



২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে রিপন এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মদান নয় বছরের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই ছিল তার দৃঢ় প্রতিজ্ঞা। তার আত্মত্যাগ এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে প্রশস্ত করে দিয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে। কিন্তু তা আজও অধরা হয়েই রয়েছে।

ডা. মিলনের স্বপ্ন ও আত্মত্যাগ আজও স্বাধীনতাযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে অনুপ্রেরণা দেয় উল্লেখ করে ড. রিপন বলেন, আজকের এই দিনে আমি গণতন্ত্র পুন‍ঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।