ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা-মহানগর আ. লীগের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা-মহানগর আ. লীগের কমিটি

ময়মনসিংহ: এবার কেন্দ্র নির্ধারণ করবে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।

দলীয় সূত্র জানায়, গত ২১ নভেম্বর জেলা নগরীর শিববাড়ি রোডে কার্যালয়ে দলটির কার্যকরী কমিটির এক সভায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ময়মনসিংহ নগর ও শেষ সপ্তাহে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু এ সিদ্ধান্ত নেওয়ার সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারসহ গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত ছিলেন। ফলে কার্যকরী কমিটির ওই সভাকে নিয়ে দলীয় পরিমণ্ডলেই বিতর্কের সৃষ্টি হয়।

সূত্র জানায়, কার্যকরী কমিটির ওই সভাতেই সম্মেলনের মাধ্যমে গঠিত নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নেতৃত্বাধীন কমিটি অগঠনতান্ত্রিকভাবে ভেঙে দেওয়া হয়। ওই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনকে আহ্বায়ক করে ৬২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়টি নিয়েও বিস্তর আলোচনা হয়। শেখ হাসিনা আব্দুস সালামের নেতৃত্বাধীন কমিটিকেই পুনর্বহাল করতে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানকে নির্দেশ দেন বলে জানান আহমদ হোসেন।

তিনি জানান, নেত্রী (প্রধানমন্ত্রী) নান্দাইলের আগের কমিটি পুনর্বহালের পাশাপাশি কেন্দ্র থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।

এদিকে, শেখ হাসিনার এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু।

পৃথকভাবে বাংলানিউজকে তারা বলেন, আমরা নেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তার এ যুগান্তকারী সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মীরা চাঙ্গা হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।