ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন পৌর এলাকায় এ ধারা জারি করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
তিনি জানান, শুক্রবার বিকেলে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নেতৃত্বাধীন একটি পক্ষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে অপর পক্ষের ব্যাপারে আক্রমণাত্বক বক্তব্য রাখেন বক্তারা।
এদিকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তার নেতৃত্বাধীন আরেকটি পক্ষ।
ফলে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় এ ধারা বহাল থাকবে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএ