ঢাকা: ‘কেবল নিজের স্বার্থের জন্য যারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন, তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে অপমান করার চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর নাম কেবল মুখে না রেখে অন্তরে ধারণ করুন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাট্যসভার ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া, ‘বঙ্গবন্ধু সকলের’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও বীরমাতা ছবির মহরত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। দেশের মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত হয়ে তাকে শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছে। কাজেই স্বার্থের জন্য যারা কেবল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন, তারা তাকে অপমান করছেন।
মন্ত্রী আরও বলেন, এ স্লোগান অন্তরে ধারণ করে জীবনে প্রয়োগ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য কবি কাজী রোজি, অভিনেতা সোহেল রানা, শিরিন বকুল, টেলি সামাদ, গায়িকা ফাতেমা তুজ জোহরা, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল, নাট্যসভার চেয়ারম্যান শহীদুল হক খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এডিএ/এসএস