ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন বিকল্প শক্তি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
‘সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন বিকল্প শক্তি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মহাজোটের বাইরে জনগণের বিকল্প রাজনীতি শক্তি গড়ে তোলা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
 
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে বাসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৮তম বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



সিলেট জেলা বাসদের নেতারা এ জনসভার আয়োজন করে।  

খালেকুজ্জামান বলেন, শাসকশ্রেণি উন্নয়নের ঢাকের বাজনায় চাপা পড়ছে বঞ্চিত সংখ্যাগরিষ্ঠ মানুষের আহাজারি। বেড়েছে মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের বেতন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয় সন্ত্রাস, গোষ্ঠী সন্ত্রাস। ফলে জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।

বাসদ সিলেট সমন্বয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে এবং বাসদ জেলা সদস্য প্রণত জ্যোতি পালের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন- বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।  

উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের  কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ধীরেন সিংহ, সাম্যবাদী দলের নেতা অধ্যক্ষ ব্রজগোপাল।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রবাসী বামপন্থি নেতা ড. নেছার আহমদ কাওসার, কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ, বাসদ সিলেট জেলার নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সিলেট জেলার সংগঠক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ।

এছাড়াও সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট সিলেট সদর থানার সভাপতি হামিদ মিয়া, সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, যুব ইউনিয়ন সিলেট জেলা সভাপতি খায়রুল হাসান, গণতন্ত্রী পার্টির সিলেট জেলার সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন, ছাত্রফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সাকিব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক সপ্তর্ষী দাস, শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
জনসভা প্রারম্ভে ছন্দ-নৃত্যালয় সিলে’র পরিবেশনায় একটি নৃত্যালেখ্য পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।