ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ আটক ৩৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ আটক ৩৭ ছবি : প্রতীকী

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার মধ্যরাত থেকে রোববার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১১ জন, শৈলকুপা থেকে ৬, মহেশপুরে ১২, হরিণাকুন্ডুতে একজন, কালীগঞ্জে ৪ ও কোটচাঁদপুর থেকে ৩ জনকে আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ বাংলানিউজকে জানান, জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা আশঙ্কায় ও বিভিন্ন মামলা ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন জামায়াত ও একজন শিবির কর্মী রয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।