ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ ফারুক (৩০)৷ তিনি এই মামলার ৫৫ নম্বর আসামি৷
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের একাডেমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-সাত ফেনী ক্যাম্প কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের একাডেমি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
এ মামলায় পুলিশ ও র্যাব এ পর্যন্ত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, পৌর কমিশনার শিবলু, যুবলীগ নেতা মিস্টার, জিহাদ ও ফেনী-দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর মামাতো ভাই আবিদসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআই