ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদ রুখতে ইমামদের সহায়তা নেবে আ’লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জঙ্গিবাদ রুখতে ইমামদের সহায়তা নেবে আ’লীগ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার পাশাপাশি জঙ্গিরাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে মসজিদের ইমামদের সহায়তা নেবে আওয়ামী লীগ।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



সভা শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, শিগগির ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় মসজিদের ইমাম ও আলেম-ওলামাদের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য ইমাম সাহেবদের আহ্বান জানানো হবে।

বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র প্রতিহত করতে ইমাম সাহেবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যোগ করেন মায়া।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসকে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।