জয়পুরহাট: জয়পুরহাট জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কনস্টেবল তাজমুন্নাহার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌলঞ্জ গ্রামের বিএনপি কর্মী মোখলেছুর রহমান, সদর উপজেলার সাহাপুর গ্রামের জামায়াত কর্মী আলাউদ্দীন, পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মোহাম্মদ আলী, একই গ্রামের আলম হোসেন ও জয়পুরহাট সদরের শিবপুর গ্রামের শিবির কর্মী গোলাম মোস্তফা রয়েছেন। তারা ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অপরাধে দায়ের করা মামলার আসামি। বাকি ৩৮ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআই