ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের সমালোচনা করুন, সাংবাদিকদের তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সরকারের সমালোচনা করুন, সাংবাদিকদের তথ্যমন্ত্রী ছবি: বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণমাধ্যমকে গণতন্ত্রের পক্ষের শক্তি ও বন্ধু আখ্যায়িত করে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান ক্লাবে টেলিভিশন ও রেডিও’র উপস্থাপকদের সংগঠন-প্রেজেন্টার্স ক্লাব’র প্রথম বর্ষপূতি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



মন্ত্রী বলেন, আমি সারাদিন যুদ্ধ করে এখানে এসেছি। আবার যুদ্ধের মাঠে ফিরে যাবো। এই যুদ্ধ দারিদ্র্য দূরীকরণ, জলবায়ুর প্রভাব মোকাবেলা, লিঙ্গ বৈষম্য ও জঙ্গিবাদ মোকাবেলা করে শান্তির বাংলাদেশ বিনির্মাণের। এই যুদ্ধে আপনারাও আমার সঙ্গী। এসবের সংবাদ সংগ্রহ, তৈরি, উপস্থাপনের কাজ করেন আপনারা।

তিনি বলেন, মিডিয়া গণতন্ত্রের পক্ষের শক্তি। গণতন্ত্রের বন্ধু। সে হিসেবে সরকারের সমালোচনা করুন, কোনো অসুবিধে নেই। তবে, জঙ্গিবাদ উস্কে দেবেন না।

এসময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো‘র সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু, সাবেক তথ্যসচিব জাফর আহমেদ চৌধুরী, মারাফি কুয়েতিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহীদ ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, টিভি উপস্থাপক আব্দুন নূর তুষার, সামিয়া জামান, সামিয়া রহমান প্রমুখ।

অনুষ্ঠানে গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা ও বর্ষসেরা শিশু নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসইউজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।