ফরিদপুর: উচ্চ আদালত থেকে নিবন্ধন বাতিল হওয়ায় পৌরসভা নির্বাচনে জামায়াতের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা পৌর নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান।
মঙ্গলবার (১লা ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসে পৌরসভার মেয়র পদে মনোনয়ন দাখিল করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক আব্দুস সালাম, জামায়াত নেতা অধ্যাপক গোলাম কবির ও মাওলানা হেলাল হোসাইন।
সৈয়দ নিয়ামুল হাসান বাংলানিউজকে বলেন, দলের নিবন্ধন নিয়ে সমস্যা থাকায় বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেছি।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে শতভাগ জয়ের আশা রয়েছে তার। এছাড়া তিনি নির্বাচনে জয়ী হলে মানুষের মৌলিক চাহিদা পূরণে ও এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরকেবি/এমজেএফ/