ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহে কালিগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে সুমন নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।



বুধবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। সুমনকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমন কালিগঞ্জের শিবনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য আনারুল আজিমের সমর্থকদের সঙ্গে পৌর মেয়র বিজুর অনুসারীদের  রাস্তা নির্মাণ নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর সড়কের ক্ষয়ের তলা এলাকায় সড়ক অবরোধ করে রাখে এমপি আনারুলের সমর্থকরা।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।