ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কলাপাড়ায় সাবেক মন্ত্রীর গাড়িবহরে হামলা, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কলাপাড়ায় সাবেক মন্ত্রীর গাড়িবহরে হামলা, আহত ১৫ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ ঘটনায় আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিনী সুরাইয়া বেগমসহ বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।



এছাড়াও এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার খবর পেয়ে কলাপাড়া প্রেসক্লাব থেকে পটুয়াখালীর একদল সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় সাংবাদিকদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।

হামলায় বাংলানিউজের জাকারিয়া হৃদয়, বৈশাখী টিভির আবদুস সালাম আরিফ, ইন্ডিপেন্ডেন্ট ও জনকন্ঠ পত্রিকার মোখলেছুর রহমান, সময় টিভির ক্যামেরা পারসন সুজন দাম, ভোরের আলোর সরোজ আহত হয়।

পরে স্থানীয়রা এসে সাংবাদিকদের উদ্ধার করেন।   এর আগে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

খবর পেয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫/আপডেট: ১২২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।