ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট ডাকাতি ঠেকাতে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ভোট ডাকাতি ঠেকাতে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: পৌরসভা নির্বাচনে সরকারের ভোট ডাকাতি ঠেকাতে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
 
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদের নির্বাচনী গণসংযোগ শেষে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এক পথসভায় তিনি এ আহ্বান জানান।



তিনি আরো বলেন, এ সরকার ভোট ডাকাতিতে অভ্যস্ত। তাদের ভোট ডাকাতির কোনো সুযোগ এই নির্বাচনে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্র হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে দলীয় নেতাকর্মীদের গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করার আহবান জানান।
 
দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো কিছুতেই সরকার পার পাবে না। এই নির্বাচনের মাধ্যমে দেশের ৮০ভাগ ভোট বিএনপির বাক্সে যাবে। শ্রীপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলেও তিনি তার বক্তব্য বলেন।
 
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান ফকির, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, ডা. সফিকুল ইসলাম আকন্দ, সাবেক সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।