ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে খালেদার কাছে হারতেও রাজি নাসিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
নির্বাচনে খালেদার কাছে হারতেও রাজি নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৌর নির্বাচনে জয়ী হলে সে পরাজয় মানতেও রাজি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবু গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়া যেনো নির্বাচনে আসেন, সে আহ্বান জানিয়েছেন এ মন্ত্রী।


 
নাসিম বলেন, সর্বত্র আজ গণতন্ত্রের উৎসব চলছে। পৌর-নির্বাচনের উৎসব চলছে। খালেদা জিয়াকে বলতে চাই, নির্বাচনে এসেছেন, নির্বাচন করুন। জয়-পরাজয় যাই হোক, আমরা মেনে নেবো।  
 
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
পরিবার কল্যাণ সহকারী রেজিস্টার (৮ম সংস্করণ) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের বিস্তারিত জানাতে সেমিনারটির আয়োজন করা হয়।
 
ইউএসএইড ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সেমিনারের আয়োজক। ১ জানুয়ারি থেকে নতুন সংস্করণটি মাঠ পর্যায়ে যাবে।
 
রেজিস্টার প্রসঙ্গে তিনি বলেন, এটি ভালো হয়েছে। জনসংখ্যার হিসেব, দম্পতি সংখ্যা, কে কোন পদ্ধতি নিচ্ছেন, কতগুলো দম্পতি পদ্ধতি নিচ্ছেন- এসবের হিসেব রাখা সত্যি জরুরি।
 
‘তবে ভুল তথ্য সংগ্রহ, ফাঁকি দেওয়া যাবে না। তথ্যে যেন অসত্য কিছু না থাকে’- সে বিষয়ে সতর্ক করেন মন্ত্রী।
 
রেজিস্টার ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসার বিষয়ে তাগিদ দেন নাসিম, বলেন, আজ বাংলাদেশ সবদিক থেকেই আধুনিক ও ডিজিটাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এজন্য ধন্যবাদ জানান তিনি।
 
মন্ত্রী বলেন, একসময় জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিতে মানুষ বিমুখ ছিলেন, ধর্মীয় নেতারা এর বিরুদ্ধে ছিলেন। এখনো কিছুটা আছে।
 
তিনি বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে, সেই সঙ্গে নানা রোগও বেড়েছে। তাই আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।
 
সেমিনারে অধিদপ্তরের মহাপরিচালক নুর হোসেন তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএইড প্রতিনিধি সুকুমার সরকার, নিপোর্ট মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক মাখদুমা নাসরিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।