ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার বিরুদ্ধে আরো একটি মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
খালেদা জিয়ার বিরুদ্ধে আরো একটি মামলা ছবি: চেয়ারপার্সন খালেদা জিয়ার ( ফাইল ফটো)

নড়াইল: নড়াইলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।



এর আগে ২৪ ডিসেম্বর একই আদালতে নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম খালেদা জিয়ার নামে একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়্যা মামলাটি আমলে নিয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১১ ফেব্রুয়ারি’১৬ মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।  
 
মামলার বিবরণে জানা যায়, ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন।

এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা বা স্বাধীন বাংলাদেশ চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তার এ বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হয়।


বাদী শেখ আশিক বিল্লাহ বাংলানিউজকে বলেন, আমি মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ হওয়ায় শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত এ বক্তব্যে মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেছি।

এর আগে গত ২৪ ডিসেম্বর একই আদালতে নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি মধ্যে জুডিশিয়াল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।