ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, ডিসেম্বর ২৯, ২০১৫
কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়।


 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শহরের আড়পাড়ায় জামায়াতের গোপন বৈঠক চলছিল এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াতের কর্মীরা পালিয়ে গেলেও শহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নাশকতামূলক ৫টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।