ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে জয়ী হয়েছে গণতন্ত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
পৌর নির্বাচনে জয়ী হয়েছে গণতন্ত্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এবারের পৌর নির্বাচনে কেউ হারেনি, জয়ী হয়েছে গণতন্ত্র।

বিগত তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে সংঘাত ও সংঘর্ষমুক্ত এবং শান্তিপূর্ণ দলীয় নির্বাচন ছিল এটি।



শুক্রবার (১ জানুয়ারি) ফেনীর মহীপালে ৬ লেনের ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপির মনোভাব ছিল ইতিবাচক। নির্বাচনে অংশ নিয়ে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। আশা করব আগামী নির্বাচনেও তারা অংশ নেবে।

৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নিলে আজ তাদের এ বেহাল দশা হতো না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যেই ১৯০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী, ফেনীর সহকারী পুলিশ সুপার শাহরিয়ার ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪২৮  ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।